সিরীয় সেনাদের বাধায় পিছু হটলো মার্কিন সেনারা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার হাসাকা প্রদেশের একটি এলাকায় মার্কিন সেনাদের গতিপথে বাঁধা পিছু হটতে বাধ্য হয় তারা। হাসাকা প্রদেশের আল-দিরদারা গ্রামের কাছে মার্কিন সেনাদের পথ রোধ করে সিরীয় সেনারা।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, এ সময় স্থানীয় জনগণও সিরিয়ার সরকারি সেনাদের সমর্থনে এগিয়ে আসেন। উপায় না দেখে মার্কিন সেনারা যে পথে এসেছিল সে পথে ফিরে যেতে বাধ্য হয়।
গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। তবে সেখানে কোনো সংঘর্ষ কিংবা হতাহতের ঘটনা ঘটে নি।
এর আগে গত ১৬ ডিসেম্বর একই প্রদেশের আদ-দামকিয়া ও আবু জুহাইল গ্রামে স্থানীয় লোকজন কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর সদস্য এবং মার্কিন সেনাদের একটি বহরকে আটকে দিয়েছিল।
২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর দেশটিতে আমেরিকা সেনা মোতায়েন করে রেখেছে। কিন্তু এজন্য আমেরিকা জাতিসংঘ কিংবা সিরিয়া সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। সিরিয়ার সরকার এর নিন্দা জানিয়ে দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য বারবার আহ্বান জানাচ্ছে। (সূত্র: পার্স টুডে)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.