সিরীয় ও তুর্কি সেনাদের মধ্যে সীমান্তে ব্যাপক গোলাগুলি

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সিরীয় ও তুর্কি সৈন্যদের মধ্যে সীমান্তে গতকাল মঙ্গলবার ব্যাপক গোলাগুলি হয়েছে। অক্টোবর মাসের গোড়ার দিকে আঙ্কারার কুর্দি বিরোধী অভিযান শুরুর পর এই প্রথম বারের মতো এ দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে এ সংঘর্ষ হলো। এদিকে রাশিয়া জানিয়েছে, গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে কুর্দি সৈন্য সরিয়ে নেয়া হয়েছে। খবর এএফপি

শোইগুর বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থার খবরে বলা হয়, ‘যেসব এলাকা থেকে সশস্ত্র বাহিনীকে সরিয়ে নেয়া হচ্ছে সেসব এলাকায় যথা সময়ের আগেই একটি নিরাপত্তা করিডোর গঠনের কাজ শেষ করতে হবে।’

তুরস্কের সামরিক বাহিনী ও তাদের সিরীয় প্রতিনিধিরা প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে একটি বাফার জোন ঘোষণার লক্ষ্য নিয়ে গত ৯ অক্টোবর সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি বিরোধী অভিযান শুরু করে।

এ মাসের গোড়ার দিকে কুর্দি বাহিনী ১২০ কিলোমিটার দীর্ঘ এলাকা থেকে সরে যাওয়ার ব্যাপারে সম্মত হলেও সেখানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়, সোচি চুক্তির পরিকল্পনা অনুযায়ী তুরস্ক ও রাশিয়ার যৌথ টহল দল কুর্দি বাহিনীর সদস্যদের সরিয়ে নেয়ার বিষয়টি যাচাই করবে। শোইগু বলেন, ওই এলাকায় সিরীয় সীমান্ত রক্ষী ও রাশিয়ার সামরিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে গতকাল মঙ্গলবার সিরীয় ও তুর্কি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হওয়ায় সেখানকার পরিস্থিতি জটিল হয়ে পড়েছে।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, ‘সিরীয় ও তুরস্কের সৈন্যদের মধ্যে এই প্রথমবারের মতো ব্যাপক যুদ্ধ ছড়িয়ে পড়ে। তারা আরও জানায়, এতে গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী শহর রাস আল-আইনের কাছে সিরিয়ার ছয় সৈন্য নিহত হয়েছে।

এ পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রাহমান এএফপি’রকে বলেন, ‘আসাদিয়া গ্রামের কিনারায় যুদ্ধে তুরস্কের কামান হামলায় সরকারী বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়’। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.