সিরিজ বোমা হামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ২০০৫ সালে সারাদেশে সিরিজ বোমা হামলার চুয়াডাঙ্গার ঘটনায় জেএমবির এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঘটনার সাড়ে ১৭ বছর পর এ রায় হলো।
আজ মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক লুৎফর রহমান শিশির এ রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত সাইখুল ইসলাম ওরফে রাকিব (৩৫) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন পঞ্চকরণ গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।
২০০৫ সালের ১৭ আগস্ট সকালে চুয়াডাঙ্গা শহরের আদালত চত্বর, পুরাতন জেলখানা এলাকায় বোমার বিস্ফোরণ ঘটায় জেএমবি। এতে কেঁপে ওঠে চুয়াডাঙ্গা শহর।
এ ঘটনায় তৎকালীন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা করেন। এ মামলায় ২০০৬ সালের ২৭ আগস্ট জেএমবি সদস্য শাইখুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) গিয়াসউদ্দিন বলেন, ২০০৫ সালে সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও সিরিজ বোমা বিস্ফোরণ ঘটায় জেএমবির সদস্যা। এ হামলার ঘটনায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক লুৎফর রহমান শিশির শাইখুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চুয়াডাঙ্গা প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.