সিরাজগঞ্জ সদর হাসপাতালে শিশু চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদরে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের স্ক্যানু থেকে ২৩ দিনের শিশু চুরির ঘটনা ঘটেছে।
শিশুর মা শারমিন আক্তার বিটিসি নিউজকে জানান, ঠান্ডা জনিত কারনে ৬দিন যাবত হাসপাতালে ভর্তি আছি।
আজ মঙ্গলবার (২৩শে ফেব্রুয়ারী) দুপুরে শিশুর কাপড় ধোবার জন্য বাহিরে যাই। পরে এসে দেখি আমার ছেলে শিশু মাহিম নেই। অনেক খোঁজা খুজির পরেও পাওয়া যায়নি।
চুরি হওয়ার শিশুর বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ভাদালিয়া গ্রামে এবং তার বাবার নাম চয়ন। চুরির ঘটনায় শিশু ওয়ার্ডে চোর আতংক বিরাজ করছে।
এ বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সাইফুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, বিষয়টি শুনে পুলিশকে অবগত করেছি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা আক্তার বিটিসি নিউজকে জানান, চুরি হওয়া শিশুটি উদ্ধারের জন্য জোর চেষ্টা চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.