সিরাজগঞ্জে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ “- বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে, মুজিবশতবর্ষ – সরকারি মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে পবিত্র কুরআনতেলায়াত, গীতাপাঠ, ফুলেল শুভেচছা, শহীদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং প্রধান অতিথিকে মানপত্র প্রদান করেন,বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা।

গতকাল শনিবার (১২সেপ্টম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

তিনি বলেন, – বঙ্গবন্ধুকন্যা জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা উপর খুবই গুরুত্ব দিয়েছেন। শিক্ষা বাজেট সর্বোচ্চ আপনাদের অধিকার, শিক্ষার মানোন্নয়ন করছে এ সরকার আরো করবে বলে আশা করি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ কে,এম হোসেন আলী হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র (১) হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আমিনুর ইসলাম, এ্যডঃ লিমন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ তৈমুর হাসান। অনুষ্ঠানে শিক্ষক নেতৃবৃন্দরা বলেন, আমরা মুজিববর্ষে’ই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কাছে আকুল আবেদন করি। মাধ্যমিক শিক্ষক পরিবার এন্ট্রিপদ নবম গ্রেড ধরে যৌক্তিক পদ সোপান চায়।

আমাদেরকে ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তায় উত্তীর্ণ করার ন্যায় ২য় শ্রেণি থেকে ১ম শ্রেণীতে (৯ম গ্রেড) উন্নতি করার জোর দাবি জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.