সিরাজগঞ্জে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৬

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি হওয়া মালামাল ও ডাকাতিতে ব্যবহৃত তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আজ রবিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।
গ্রেপ্তারকৃতরা হলেন- তুষার আহমেদ, ওয়াজেদ আলী, আব্দুল লতিফ খান, ইনামুল হক আশিক, আব্দুল মোতালেব ও সোহেল রানা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরিফুর রহমান বলেন, ‘গতকাল শানিবার রাতে গাজীপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ থেকে নলকা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে নিয়মিত ডাকাতি করতেন।’
গত ১২ অক্টোবর রাত ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদে ঢাকা থেকে বগুড়াগামী সোনাতলা থানা পুলিশের সাদা পোশাকের একটি দলের মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে পুলিশের পোশাক, বেল্ট, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, দুটি মোবাইল ও কিছু টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পরদিন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.