সিরাজগঞ্জে দু’মহল্লার সংঘর্ষে আহত ১৫, পুলিশ মোতায়েন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার দু’মহল্লার সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৯ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে সুমনের (২১) অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়া শজিমেকে স্থানান্তর করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) নুরুল ইসলাম জানান, পৌর এলাকার গোশালা ও ভাঙ্গবাড়ী মহল্লার যুবকদের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল বেশ কিছুদিন ধরে।

আজ রোববার দুপুরে  শহরের টুকু ব্রীজ এলাকায় ভাঙ্গাবাড়ী মহল্লার সুমনকে বেদম মারপিট করা হয়।

এরই জের ধরে ভাঙ্গাবাড়ী মহল্লার লোকজনন গোশালা মহল্লাবাসীর উপর করলে উভয় মহল্লবাসীর মধ্যে এই সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাটও ভাংচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে বেদম লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও কেউ গ্রেফতার হয়নি। আবারো সংঘর্ষের আশংকায় সেখানে র‌্যাব ও পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.