সিরাজগঞ্জে আগুনে পুড়লো ৩০টি তাঁত, কোটি টাকার ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরের রহমতখোলায় অগ্নিকাণ্ডে তাঁত কারখানাসহ ৩টি ঘর ভষ্মিভূত হয়েছে। এতে ৩০টি তাঁত ও তাঁতে থাকা সুতা মিলিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এনায়েতপুর থানার ওসি মোঃ আনিসুর রহমান ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, রহমত খোলার তাঁত কাপড় ব্যবসায়ী শামীম হোসেনের বাড়িতে সোমবার দিবাগত রাত পৌনে ১টার সময় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুহূর্তের মধ্যেই আগুন তাঁত কারখানা ও দুটি ঘরে ছড়িয়ে পড়ে। পরে রাত ২টায় খবর পেয়ে বেলকুচি ও শাহজাদপুরের ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তখন তাঁত কারখানায় থাকা ৩০টি তাঁত সুতাসহ তিনটি ঘর ও এতে থাকা যাবতীয় জিনিসপত্র ভষ্মিভূত হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শামীম হোসেন। 
তিনি জানান, আগুনে আমার সর্বস্ব শেষ হয়ে গেছে। এখন চলার মত কোন উপায় নেই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.