সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ভবনের দুই মালিকসহ গ্রেপ্তার-৩

বিশেষ প্রতিনিধি: গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান ডিআইজি হারুন অর রশীদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওয়াহিদুর রহমান, মতিউর রহমান ও আ. মোতালেব মিন্টু। তাদের মধ্যে ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান ভবনের মালিক এবং অপরজন আ. মোতালেব মিন্টু ‘বাংলাদেশ সেনিটারি’ নামের দোকানের মালিক।
এর আগে ধসে পড়া একটি দোকানের মালিক আ. মোতালেব মিন্টুসহ বেশ কয়েকজনকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া শতাধিক আহত হয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.