সিটি করপোরেশনের নির্বাচন পেছানোর দাবিতে ঢাবিতে ছাত্রদলের সমাবেশ

ঢাকা প্রতিনিধি: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ-সমাবেশ করেছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আমানুল্লাহ আমান সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, উৎসব সবার। তাই নির্বাচন পেছাতে হবে।

আমান উল্লাহ আমান বলেন, সরকারি ছুটির দিনসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে নির্বাচনের তারিখ ঠিক করা হয়।তারপরও কেন পূজার দিনে নির্বাচন দিলেন? হয় তারিখ নির্ধারণের সময় ইসি মানসিকভাবে অসুস্থ ছিলেন, না হয় ইচ্ছাকৃত তারিখ নির্ধারণ করেছে।

এ সময় তারা নির্বাচনে বিএনপি প্রার্থীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন। পাশাপাশি, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাবি প্রতিনিধি আবির সাদাত অন্তিম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.