সিংড়ায় ছাত্রদল নেতা গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মমিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার রাতে সিংড়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সিংড়া পৌর শহরের পাটকোল এলাকার আবু তালেবের পুত্র।

সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারী মাসে ২০ দলের নেতৃত্বে সরকার বিরোধী হরতাল চলাকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় যানবাহনে হামলা, ভাংচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগ এনে সিংড়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বাদী হয়ে সিংড়া থানায় দুটি পৃথক মামলা রুজু করেন। ওই দুই মামলায় বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। মামলা দুটিতে মমিনকে আসামী করা হয়। মমিন এর আগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বিটিসি নিউজকে জানান, তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.