সিংড়ায় কৃষকদের মাঝে বীজও সার বিতরন

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে উফসি আউশ জাতের ধানের বীজ ও সার বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
প্রতিমন্ত্রী পলক বলেন, বিগত সরকারের সময় কৃষকদের জীবন দিতে হয়েছে। বিদ্যুৎ ছিলো না, সেচ সুবিধা ছিলো না, সার, তেল বীজ ছিলো না। বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষকরা সকল সুবিধা ভোগ করছে। ন্যায্য মুল্যে সার ব্রীজ কৃষকরা পাচ্ছে। সেচের ব্যবস্থা করা হয়েছে। খাল খনন করা হয়েছে। ৬২ হাজার কৃষকদের একাউন্টসহ উপকরণ বিতরন করা হয়েছে। দেশ খাদ্য সয়ংসম্পূর্ন। ৭২ টিপাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। আধুনিক যন্ত্রপাতি বিতরন করা হয়েছে।
পলক আরো বলেন, করোনা কালিন সময়ে বিশ্বে জীবিকাকে বাঁচাতে গিয়ে অনেক প্রান দিয়েছি। অথচ সরকার জীবন এবং জীবিকাকে বাঁচাতে পদক্ষেপ নিয়ে ছিলো। যার জন্য মহান আল্লাহর রহমতে বাংলাদেশ সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। বর্তমানেও ইউক্রেন যুদ্ধের কারনে বিশ্বের সংকট তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশে পড়েছে। এ জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এক ইঞ্চি মাটিও অনাবাদি না থাকে। সে দিকে লক্ষ রাখতে হবে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কৃষক আব্দুলাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি প্রমুখ।
স্বাগত বক্তব্য কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা বলেন, বোরো এবং আমন ধানের বিপরীতে আউশ ধান রোপন করে কৃষি খাতে বাড়তি ফসল ঘরে তোলার সুযোগ রয়েছে। সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্প‚র্ণতা আরো বৃদ্ধি করার লক্ষে কৃষকদের সার্বিক সহযোগিতা করে আসছে।
উল্লেখ্য, ৬ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে উফসি আউশ জাতের ধান ও সার বিতরন করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.