সারাবিয়ার গোলে পিএসজি’র কষ্ট’র জয়

বিটিসি স্পোর্টস ডেস্ক: লিগ ওয়ানে কষ্টের জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কয়েকজন তারকা খেলোয়াড়ের অনুপস্থিতিতে সারাবিয়ার একমাত্র গোলে বোর্দোকে হারিয়েছে তারা। এই জয়ে পয়েন্টের দুই নম্বরে আছে পচেত্তিনোর দল।
বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ১-০ ব্যবধানে জিতেছে পিএসজি। এদিন চোটের কারণে নেইমার, ডি মারিয়া ছিলেন মাঠের বাইরে। এছাড়া খেলতে পারেননি কিলিয়ান এমবাপেও। শেষ পর্যন্ত পাবলো সারাবিয়ার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
প্রথমেই এগিয়ে যায় পিএসজি। ২০তম মিনিটে ইদ্রিসা গেয়ির ক্রসে দলকে এগিয়ে নেন সারাবিয়া। আড়াআড়ি শটে বোর্দোর জাল খুঁজে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার। প্রথমার্ধে বল দখলে অনেকটা এগিয়ে থাকলেও একটির বেশি গোল পায়নি প্যারিসের ক্লাবটি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে সফরকারীদের চেপে ধরে বোর্দো। ৬৯তম মিনিটে দারুণ সুযোগ এসে যায় হাতেম বেন আরফার সামনে। তবে ডি-বক্স থেকে তার আড়াআড়ি শট দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
এরপর আক্রমণে যায় পিএসজি। একপর্যায়ে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। কিন্তু জালের দেখা আর পায়নি কোনো দলই। ফলে ১ গোলের জয় নেই মাঠ ছাড়তে হয় পিএসজিকে।
এই জয়ে ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে পিএসজি। ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অলিম্পিক লিঁও। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.