সারাদেশ থেকে বিচ্ছিন্ন হবিগঞ্জ, প্রবেশে নিষেধাজ্ঞা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে প্রবেশের সকল পথ বন্ধ করে দিয়েছে পুলিশ। এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ট্রানজিট জাতীয় মহাসড়ক ব্যতিত জেলা এবং উপজেলার যেকোনো সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গতকাল শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

এ সময়ের মধ্যে জেলার সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন এবং দিনরাতে জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরী পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে।

আদেশে বলা হয়, দুপুর ২টার পর থেকে সকল মুদি দোকান, কাঁচা বাজার ও মাছ বাজার বন্ধ থাকবে।

কেবল ফার্মেসী খোলা থাকবে। তবে কোনো ঔষধ কোম্পানির প্রতিনিধি বিকেল ৫টার পর ফার্মেসীতে ভিজিট করতে পারবেন না। এ আদেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.