সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৯ জন

বিশেষ প্রতিনিধি: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৯৩ জন মারা গেলেন। একই সময়ে আরও ১ হাজার ২৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৪ হাজার ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ১ হাজার ৩৬১ জন। এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৩৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।
এদিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুভাষ রঞ্জন হালদার এ তথ্য জানান।
তিনি জানান, চলতি বছরে এখন পর্যন্ত খুলনায় সর্বমোট ১০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
তিনি বলেন, নতুন ৪ জনসহ বর্তমানে হাসপাতালে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আর ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন একজন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.