সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে গুজব সৃষ্টি করে আন্দোলনের ইস্যু খুঁজছে বিএনপি : কাদের

ফাইল ছবি

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে গুজব সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আ. লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আ. লীগের ২১তম সম্মেলনের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির সভা শেষে তিনি এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জানে জনগণের সমর্থন নেই বা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসা সম্ভব নয়। এজন্য তারা এখন চক্রান্তমূলক পথ বেছে নিয়েছে। তাদের এখন কাজই হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে গুজব সৃষ্টি করা।’

নতুন সড়ক পরিবহন আইন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, আইন প্রয়োগে অহেতুক বাড়াবাড়ি করা হবে না। তাই যান চলাচলে বিঘ্ন ঘটানোর কোনো সুযোগ নেই।

এ সময় বৈঠকের মাধ্যমে বাস, ট্রাক ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে সমঝোতা হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ধন্যবাদ জানান আ. লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.