সাবেক সেনা কর্মকর্তার ছুরিকাঘাতে ওসি আহত

 

নওগাঁ প্রতিনিধি: আজ বুধবার সকাল ৯টার দিকে নওগাঁয় অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর এক মেজর কর্তৃক ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়েছেন সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন। ওই পুলিশ কর্মকর্তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা যায়, ওই সেনা কর্মকর্তা মাহতাব-ই-রাজু আজ বুধবার সকাল ৯টার দিকে বাড়িতে ভাঙচুর করে এবং ঘরের ভিতরে প্রবেশ করে আত্মহত্যা করবে বলে দরজা ভিতর থেকে বন্ধ করে দেন।

এতে আতঙ্কিত হয়ে তার মা ও বোন নওগাঁ সদর থানায় ফোন করে। ফোন পেয়ে নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে যান। প্রথমে ডাকাডাকি করে কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন।

এ সময় দরজার আড়ালে লুকিয়ে থেকে আনোয়ার হোসেনের বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে পুলিশ উক্ত সেনা কর্মকর্তাকে আটক করে থানায় নিয়ে আসে। মাহতাব-ই-রাজু নামের ওই সেনা কর্মকর্তা টাঙ্গাইল ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। অতি সম্প্রতি তাকে বাধ্যতামুলক অবসর প্রদান করা হয়।

পারিবারিকভাবে দাবি করা হয়েছে তিনি মানসিকভাবে অসুস্থ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.