সাবেক আফগান নারী এমপিকে গুলি করে হত্যা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে দেহরক্ষীসহ সাবেক এক নারী এমপিকে গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) ভোরে দেশটির রাজধানী কাবুলে এ ঘটনা ঘটে।
আলজাজিরার তথ্যমতে, সাবেক এমপি মুরসাল নাবিজাদা (৩২) ও তার এক দেহরক্ষীকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। হামলায় নাবিজাদার ভাই ও দ্বিতীয় দেহরক্ষী আহত হয়েছেন। তবে, কী কারণে তাদের হত্যা বা কারা হত্যা করেছে, সে বিষয়ে এখনও জানা যায়নি। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর যে কয়েকজন এমপি আফগানিস্তানে অবস্থান করছিলেন তাদের মধ্যে নাবিজাদা একজন।
উল্লেখ্য, ২০১৯ সালে কাবুলের এমপি নির্বাচিত হয়েছিলেন নাবিজাদা। তিনি পার্লামেন্টের প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.