সাফজয়ী মেয়েদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বিটিসি স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জয়ী বাংলাদেশ দলকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সকল ফুটবলারকে ডেকে সাক্ষাৎ করবেন।
আজ সোমবার বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং শিক্ষার্থী ও গবেষকদের বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘১৬’র নিচে যারা তারা তো ভারতকে ৩-২ গোলে হারিয়েছে। চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমি তাদেরকে ডাকব। প্রাইজমানি দেবো এবং উৎসাহিত করব।’
জানা যায়, সাফজয়ী ফুটবলাররা আজ কাঠমান্ডুর স্থানীয় সময় সুপুর ১২টা ৪০ মিনিটে দেশের পথে রওনা দেবে। বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে তারা ঢাকায় পা রাখবে।
এর আগ গতকাল ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। কাঠমান্ডুতে ভারতের মেয়েদের সঙ্গে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে গিয়ে জিতেছে বাংলাদেশের মেয়েরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.