বড় জয়ে শীর্ষস্থান মজবুত রিয়ালের

বিটিসি স্পোর্টস ডেস্ক: আক্রমণের ঝড় বইয়ে দিয়ে সেল্তা ভিগোর বিপক্ষে বড় জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। ভিনিসিউস জুনিয়র ও বদলি নামা আর্দা গুল চমৎকার গোল করলেন। ভাগ্যের ছোঁয়ায় মিলল আরও দুটি গোল। ফলে ঘরের মাঠে ৪-০ গোলে জিতে লা লিগার লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ৭ পয়েন্টে এগিয়ে গেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে ভিনিসিউস দলকে এগিয়ে নেওয়ার পর ৭৯তম মিনিটে আত্মঘাতী গোল করেন সেল্তার গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতা। অবশ্য সেখানে তার দায় ছিল সামান্যই। কর্নারে রিয়ালের আন্টোনিও রুডিগারের হেডে বল ক্রসবারের নিচের দিকে লাগার পর গুয়াইতার পিঠে লেগে জালে জড়ায়।
৮৮তম মিনিটে আরেকটি আত্মঘাতী গোল করেন সেল্তার ডিফেন্ডার কার্লো দোমিঙ্গেস। পরের মিনিটে ভিনিসিউসের বদলি নেমে যোগ করা সময়ে গোল করেন গুলের। দুর্দান্ত ড্রিবলিং দক্ষতার জন্য ‘তুরস্কের মেসি’ নামে পরিচিত এই অ্যাটাকিং মিডফিল্ডারের রিয়ালের হয়ে প্রথম গোল এটি।
লিগে ২৮ ম্যাচে ২১ জয় ও ৬ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে আছে বার্সেলোনা। ২৪ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে সেল্তা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.