সান্তাহারে ২০ লিটার চোলাই মদসহ একজন গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে চোলাই মদ বিক্রির সময় সুরুজ বাঁশফোড় (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দিবাগত রাত ১০ টায় সান্তাহার-রানীনগর সড়কের মালশন মোড় নামক স্থানে তাকে ২০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করা হয়। সুরুজ বাঁশফোড় নওগাঁ জেলার পতিসর সুইপার কলোনীন রতন বাঁশফোড়ের ছেলে।
এ ঘটনায় সান্তাহার পুলিশ ফাঁড়ির ট্এিসআই রকিব হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেছেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, বৃহস্পতিবার রাতে সান্তাহার-রানীনগর সড়কের মালশন মোড়ে মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত ১০টায় সান্তাহারের মালশন মোড় নামক স্থানে শোভা ভ্যারাইটি স্টোরের সামনে মদ বিক্রির সময় মাদক ব্যবসায়ী সুরুজ বাঁশফোড়কে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে গ্রেফতারকৃত সুরুজ বাঁশফোরকে আদালতে প্রেরন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.