সান্তাহারে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারি আটক


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করার সময় সুজন মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে সান্তাহার উপহার টাওয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়। সুজন মিয়া নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর গ্রামের গ্রামের সেন্টু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে সান্তাহার মেহেরুননেছা মেডিক্যাল ষ্টোরের মালিক শফিকুল ইসলামের নিকট বিভিন্ন রকমের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তার কাছে থেকে ১৫ হাজার টাকা দাবী করেন।
এসময় সুজন মিয়ার আচরণ সন্দেহ হলে জনতা তাকে আটক করে সান্তাহার ফাঁড়ি পুলিশের নিকট সোপর্দ করে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারি সুজন মিয়াকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন সে প্রতারণা করেছে কিনা তা খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.