সান্তাহারে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ব্যাবসায়ীর আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি উপজেলার সান্তাহারে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে পিন্টু আগরওয়ালা (৪৮) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে। পিন্টু আগরওয়াল উপজেলার সান্তাহার পৌরসভার ডালপট্টি এলাকার মৃত রাজকুমার আগরওয়ালার ছেলে।
বুধবার (৩১) মে রাত১০টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার
মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সান্তাহার ডলপট্রি এলাকার ব্যবসায়ী পিন্টু আগরওয়ালা ঋন গ্রস্থের পাশাপাশি বেশ কিছু দিন যাবত মানসিক রোগি ছিলেন।
বুধবার বেলা ১২ টায় তিনিনিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ্য হলে তার পরিবারের লোকজন পিন্টু
আগরওয়ালাকে প্রথমে নওগাঁ সদরে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত ১০ টায় তিনি মারা যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, পরদিন বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বগুড়া একটি ইউডি মামলা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.