সান্তাহারে এ্যাম্পোলসহ মাদক কারবারি গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে ৩৬পিস নেশার ইনজেকশন (এ্যাম্পোল)সহ ভুলু ওরফে সাবু (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ।
বুধবার (২৪ এপ্রিল) রাতে তাকে সান্তাহার পৌরসভার সাঁতাহার বড় মসজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ভুলু ওরফে সাবু আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার সাঁতাহার এলাকার আক্কাছ আলীর ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক মেহেদী হাসান জানান, বুধবার রাতে সান্তাহার পৌরসভার সাঁতাহার বড় মসজিদের সংলগ্ন কবরস্থানের পাশে মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিকে ওই স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি ভুলু ওরফে সাবুকে আটক করার পর তাকে তল্লাশি করে অভিনব কায়দায় তার হেফাজতে রাখা ৩৬পিস নেশার এ্যম্পোল জব্দ করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিটিসি নিউজকে জানান, ভুলুর বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.