সাধারণ ছুটি ২৫শে এপ্রিল পর্যন্ত বর্ধিত, সব বন্ধের আওতামুক্ত থাকবে সংবাদপত্র ও সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক: সরকারী ঘোষণায় করোনার সংক্রমণ ঠেকাতে গতকাল বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে সব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়া হলেও সংবাদপত্র ও সাংবাদিকগণ এই আওতার বাইরে থাকবে বলে জানান। যদিও রাজশাহীতে দোকান বন্ধের নির্দেশ দুপুর দুইটা পর্যন্ত রাখা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তারা বলছেন, স্থানীয় পর্যায়ে পুলিশের সব কর্মকর্তাকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। সংবাদপত্র এবং সাংবাদিকগণ এই আওতার বাইরে থাকবে।

এর আগে গত ২৪ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, ছুটি বা বন্ধ সরকারি-বেসরকারি অফিস-আদালতের জন্য প্রযোজ্য হবে। স্বাস্থ্যসেবা, সংবাদপত্রসহ অন্যান্য জরুরি প্রতিষ্ঠান চলবে।

৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ১৪ এপ্রিল পর্যন্ত যে ছুটি দেওয়া হয়েছে তাতে জরুরি সেবাসহ সংবাদপত্র এর আওতামুক্ত থাকবে।

আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সরকার এক ঘোষণায় সাধারণ ছুটি ২৫ শে এপ্রিল পর্যন্ত বর্ধিত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.