সাতক্ষীরা জেলা শিবিরের সভাপতিসহ আটক ৪, অস্ত্র উদ্ধার

 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি রুহুল আমিন মামুন ও সেক্রেটারি নুরুল আমিনসহ চারজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

গতকাল ৫ নভেম্বর সোমবার গভীর রাতে জেলার কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের লিয়াকতের বাড়িতে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়।

আটক অন্য দু’জন হলেন সলিমপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে শিবির কর্মী বাকী বিল্লাহ (৩২) ও একই গ্রামের জিয়াদ আলীর ছেলে সাগর হোসেন (২৩)।

বিটিসি নিউজ প্রতিনিধিকে সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক শাহরিয়ার জানান, কলারোয়ায় শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় একটি দেশীয় ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি, ছয়টি হাতবোমা ও জিহাদি বই উদ্ধার করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.