মন্ত্রীসভার টেকনোক্র্যাট সদস্যদের পদত্যাগের নির্দেশ

 

ঢাকা প্রতিনিধি: আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ এসেছে। এমনটাই জানিয়েছেন ওবায়দুল কাদের। এসময় তিনি আরো জানান, সংলাপ শেষে ৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় গণভবনে সংলাপ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল বুধবারের পর আরো কোনো সংলাপে বসবে না আওয়ামী লীগ আর আগামী -বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী জানান তিনি।

এর আগে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও মানুষের জীবন-মান উন্নত করতে সরকার স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করছে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, সরকার বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছে যার ফলে দেশের কর্মসংস্থান বেড়েছে।

দেশকে আরো উন্নত করতে, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে জাতির জনকের পদাঙ্ক অনুসরণ করে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলি হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাভারের চামড়া শিল্প নগরীসহ তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার সময় এ সব কথা বলেন প্রধানমন্ত্রী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.