সাগরে মাছ ধরতে যাওয়ার পথে ১১ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের শামলাপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর রাত সাড়ে ৩টার দিকে টেকনাফ ক্যাম্প নং-২৩ সংলগ্ন শামলাপুর নামার বাজার ও ঘাট থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় তারা সাগরে মাছ ধরতে যাচ্ছিল।
বিকেলে সংবাদের সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক।
এসপি তারিক জানান, সরকারী আদেশ অমান্য করে অবৈধভাবে সাগরে মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে শামলাপুর উত্তর ঘাট ও দক্ষিণ ঘাটে কিছু জেলে সমবেত হয়েছে জেনে এপিবিএন ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালায়। এ সময় বহিরাগত ও শামলাপুর ক্যাম্পের ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এ সংক্রান্তে শামলাপুর এপিবিএন ক্যাম্পের জিডি নং-২১১ লিপিবদ্ধ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.