সাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক কর্মকর্তার জামিন না-মঞ্জুর

খুলনা ব্যুরো: ব্যাংকের ১০১ জন গ্রাহকের সাক্ষর জাল করে প্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মাহফুজুর রহমানের জামিন আবেদন না-মঞ্জুর হয়েছে।
আজ রবিবার (১২ জানুয়ারী) দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক জিয়া হায়দার জামিন না-মঞ্জুর করেন। সোনালী ব্যাংকের ওই কর্মকর্তা ব্যাংকের বাগেরহাট শাখায় কর্মরত ছিলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
একই মামলায় সোনালী ব্যাংকের বাগেরহাট শাখার সাবেক ব্যবস্থাপক শেখ মুজিবুর রহমান, জুনিয়র অফিসার জাহাঙ্গীর হোসেন খলিফা ও লায়লা বেগমসহ ১৫ জন আসামী রয়েছেন।
জানা যায়, আসামীরা পরস্পর যোগসাজশে ২০১৫ সালে ১০১ জন গ্রাহকের অজান্তে তাদের নামে ৪ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৪৫৩ টাকা ঋণ মঞ্জুর করে তা’ আত্মসাৎ করেন।
ঘটনা জানা জানি হলে ব্যাংকের অনুকূলে আসামীরা ৩৬ লাখ ৮১ হাজার টাকা ফেরৎ দেয়। তবে অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক খান বাবলুর রহমান বাগেরহাট থানায় মামলা করেন।
মামলা নং-০১ (তাং ০১/১০/১৫ইং)। পরে বিষয়টি তদন্ত করে দুদক এ ঘটনায় আদালতে অভিযোগপত্র দেয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.