সাংবিধানিকভাবে ফিলিস্তিনকে সমর্থন করে ইরান : রাইসি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরান সংবিধান অনুযায়ী ফিলিস্তিন ও গাজার প্রতি অবিচল সমর্থন দিয়ে আসছে।
রোববার তেহরানে অনুষ্ঠিত সংবিধান বাস্তবায়ন বিষয়ক এক সম্মেলনে রাইসি বলেন, গাজা ও ফিলিস্তিনের প্রতি ইরানের সমর্থন সংবিধানের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ, যা নিপীড়িতদের সমর্থন দিতে ইসলামী সরকারকে বাধ্য করেছে।
তিনি আরও বলেন, ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ফিলিস্তিনি জাতির অধিকারকে সমর্থন করা ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রনীতির একটি মৌলিক নীতি।
ফিলিস্তিন ইস্যুকে মুসলিম বিশ্বের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বর্ণনা করে ইরানের প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক রাজনৈতিক অগ্রগতি বা নির্দিষ্ট কিছু আঞ্চলিক দলের স্বার্থ কোনোভাবেই ইরানের পররাষ্ট্রনীতির এ মৌলিক নীতি পরিবর্তন করবে না।
৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুর হত্যাকারী ইহুদিবাদী শাসনের পতন ও বিলুপ্তি ঘটতে যাচ্ছে বলেও বিশ্বাস প্রকাশ করেন রাইসি।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। আর গত ৭ অক্টোবর গাজায় ইহুদিবাদী শাসকগোষ্ঠীর নৃশংস হামলা চালানোর পর থেকে এ পর্যন্ত অন্তত ১৫ হাজার ২০৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.