সরাইলে ৩৬ রোগী পেল ১৮ লাখ টাকা

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা সহায়তা প্রকল্প থেকে সরাইলের ৩৬ জন রোগী পেল ১৮ লাখ টাকা। গতকাল বুধবার সকালে সরাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তার দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে রোগীদের হাতে চেক তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা যায়, এ প্রকল্পের আওতায় সমাজ কল্যাণ মন্ত্রণালয় আওতায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড্, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে আর্থিক সহায়তা করে আসছে।
এরই ধারাবাহিকতায় এবার সরাইলে ৩৬ জন রোগীর প্রত্যেকে ৫০ হাজার করে মোট ১৮ লাখ টাকা সহায়তা পেয়েছেন।
সহায়তার চেক হাতে পেয়ে রোগী ও তাদের স্বজনরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংরক্ষিত আসনের (৩১২) মহিলা এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা, সমাজসেবা কর্মকর্তা আবু নাইম মৃর্দা সহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.