সরকারী নির্দেশ অমান্য করে কোম্পানী খোলা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: করোনা ভাইরাস সারা দেশেই সংক্রমিত হয়েছে। আর এ ভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় সচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখা।

জনসমাগম কমাতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সকল কারখানা বন্ধ ঘোষণা আসলেও বন্ধ হচ্ছে না হবিগঞ্জ জেলার মাধবপুর থানার জগদীশপুরে অবস্থিত BHL CERAMICS কোম্পানী।

তাহলে কি এই কোম্পানীটির ভিতরে জনসমাগম হয়না এই প্রশ্ন যেন থেকেই গেল এলাকাবাসীর। গত ২ দিন আগ থেকে সরকারের নির্দেশ সন্ধা ৬ টার পর থেকে কেউ বাহিরে বের হতে পারবে না, আর যদি বের হয় তাহলে তাদেরকে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।

কিন্তু কোম্পানীতে যে সকল শ্রমিক দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ডিউটি করে তাদের দায়ভার কে নিবে? কোম্পানীর কিছু শ্রমিকের সাথে কথা বললে জানা যায় যে তারা খুব আতংকের মধ্যে রয়েছে।

কারণ গত কিছু আগে কোম্পানীটি বন্ধ হলেও এখন বিভিন্ন জায়গা থেকে আবার এসে কাজ করছে শ্রমিকরা। কোম্পানী বন্ধের ব্যাপারে কর্তৃপক্ষের সাথে কথা বললে কোনো সাড়া পাওয়া যায় নি।

তাই প্রসাশনের প্রতি সু-নজরদারী আশা করছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি মাজহারুল ইসলাম তানিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.