সরকারি নির্দেশনার ১৩তম দিনেও রংপুরে যানবাহনসহ মানুষের উপস্থিতি (ভিডিও)

রংপুর প্রতিনিধি: সরকারি নির্দেশনার  ১৩ তম দিনেও রংপুর মহানগরীতে দেখা গেছে যানবাহনসহ মানুষের উপস্থিতি । এমন অবস্থায় মানুষকে শারীরিক দূরত্ব নিশ্চিতকরণে তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

দেশে প্রাণঘাতী ভাইরাস করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় রংপুর মহানগরীতে আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল থেকেই মাঠে নেমেছে মেট্রোপলিটন পুলিশ।
নগরীর বঙ্গবন্ধু ম্যুরাল থেকে শুরু করে প্রত্যেকটি মোড়ে মোড়ে মেট্রোপলিটন পুলিশের সদস্যরা যানবাহন থেকে লোক নামিয়ে বিভিন্নজনকে সতর্ক করেছেন। এ সময় তারা জনগণকে ঘরে থাকার জন্য বিভিন্নভাবে বুঝিয়েছেন।
অন্যদিকে নগরীতে করোনা সচেতনতায় কোতোয়ালি থানার ওসির লেখা ও সুর এর একটি গান পরিবেশন ব্যাপক সাড়া ফেলেছে।
নগরীকে জীবাণুমুক্ত রাখতে জলকামান দিয়ে  জীবাণুনাশক ছিটাচ্ছে পুলিশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.