সমাবেশে আসতে শুরু করেছে জামায়াতের নেতাকর্মীরা

 

ঢাকা প্রতিনিধি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মুক্তি ও দমন-পীড়নের প্রতিবাদে সমাবেশে যোগ দিতে দলটির নেতাকর্মীরা আসতে শুরু করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে।
আজ শনিবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে থেকে দেখা গেছে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিউটের প্রবেশপথের দুই ধারে জামায়াতের নেতাকর্মীরা সারি বেঁধে অবস্থান নিয়েছেন। সমাবেশ যোগ দিতে আসা নেতাকর্মীদের তারা ভেতরে প্রবেশ করতে সহযোগিতা করছেন। যেকোনো অনাকাঙ্খিত ঘটনা এড়ানোর জন্য সমাবেশের ভেতরে প্রবেশ করার আগে সবার ব্যাগ তল্লাশি করেছেন দুই সারিতে থাকা নেতাকর্মীরা। এ ছাড়া আশপাশে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য রয়েছেন।
এ সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা দিতে দেখা গেছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আসতে যেসব ট্রাফিক সিগনাল অতিক্রম করতে হয়, সব স্থানেই আইনশৃঙ্খলা বাহিনীকে কড়াভাবে পাহারা দিতে দেখা গেছে।
‘কেয়ারটেকার সরকার এই মুহূর্তে দরকার’ সহ বিভিন্ন স্লোগানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতরে প্রবেশ করছেন নেতাকর্মীরা
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.