সন্ত্রাস, জঙ্গীবাদ হানা দিয়েছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় সন্ত্রাস, জঙ্গীবাদ ধর্মের নামে গুজব, হুজুগ, দাঙ্গা উম্মাদনার বিরুদ্ধে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল ৩ টায় কার্পাসডাঙ্গা কাচাঁবাজার ছাউনিতে এ আলোচনাসভা ইউনিয়ন হেজবুত তাওহীদের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ হেজবুত তাওহীদের কেন্দ্রীয় সমন্বয়কারী সাহারুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা হেজবুত তাওহীদের আমীর  জসেব উদ্দীন সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, দামুড়হুদা উপজেলা হেজবৃত তাওহীদের সভাপতি হাবিবুর রহমান,কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর রাসেল।
এসময় বক্তারা বিটিসি নিউজকে বলেন, জঙ্গিবাদ একটি অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হলে আগে নিজেদেরকে ন্যায়ের উপর দাঁড়াতে হবে। যে জঙ্গিবাদের করাল থাবায় ধ্বংস হয়ে গেছে ইরাক, আফগানিস্তান, সিরিয়া ও লিবিয়া ইত্যাদি একটার পর একটা মুসলিম দেশ সেই একই জঙ্গিবাদ হানা দিয়েছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে। এই জঙ্গিবাদকে সমূলে উৎপাটন করে দেশকে রক্ষা করতে হবে।
এর জন্য কেবল শক্তি প্রয়োগ নয়, চাই আদর্শিক লড়াই সেই আদর্শিক লড়াইয়ে মধ্য দিয়ে জাতিকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার সর্বাত্তক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হেজবুত তওহীদ।
এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সহসভাপতি রফিকুল ইসলাম, সহ- সম্পাদক আবুল কালাম, ক্যাশিয়ার আজিবার রহমান, বিশিষ্ট ব্যবসায়ি হাফিজুল ইসলাম, রমজান আলী, আতিয়ার রহমান, বদর উদ্দিন প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.