সন্তানের পিতৃত্বের দাবী ও ধর্ষকের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি: নবজাতক সন্তানের পিতৃত্বের দাবী, ধর্ষক জাহিদুল ইসলাম ও সালিশকারী মাতাব্বরদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে নির্যাতিত এক নারী ও তার পরিবার।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই নারী জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে ঢাকায় রিকসা চালানোর কাজ করেন। সেই সুবাদে উলিপুর উপজেলার নারকেলবাড়ী পুর্ব ছড়ার পাড় গ্রামের প্রতিবেশি জাহিদুল ইসলাম (৪৫) তাকে নানা ভাবে প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। এতে সে রাজি না হলে ১৬ লাখ টাকা ও বাড়ি করে দেয়ার কথা বলে শারীরিক সম্পর্ক গড়ে তোলে।

এক পর্যায়ে তার গর্ভে জাহিদুলের সন্তান আসে এবং ভুমিষ্ট হয়। বিষয়টি নিয়ে সন্তানের পিতৃত্বের দাবীতে জাহিদুলকে বিয়ের জন্য চাপ দিলে স্থানীয়ভাবে মাতব্বররা তা ৫০ থেকে ৬০ হাজার টাকায় মিটিয়ে ফেলার চেষ্টা করে।

এতে সে রাজী না হয়ে কুড়িগ্রাম আদালতে সন্তানের পিতৃত্বের দাবী মামলা দায়ের করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.