চলনবিলের বন্যার্তদের মাঝে নাটোর জেলা এসোসিয়েশন ইউএসএ ইনকের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

নাটোর প্রতিনিধি:  চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার বানভাসি মানুষের মাঝে আমেরিকা প্রবাসী নাটোর জেলাবাসীর সংগঠন নাটোর জেলা এসোসিয়েশন ইউ এস এ ইনকের পক্ষ থেকে তিন শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সিংড়া পৌর শহরের চলনবিল মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে ১০০ বানভাসি পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়। পরে উপজেলার কলম ও চামারি ইউনিয়নের বানভাসি আরোও ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের নাটোর প্রতিনিধি এবং বিটিসি নিউজ এর বিশেষ (নাটোর) প্রতিনিধি নাসিম উদ্দীন নাসিম, বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি মামুন খান, ত্রাণ বিতরণ কার্যক্রমের সম্বন্বয়কারী নাজমুল হুদা রিপন,চঞ্চল মাহমুদ, মোঃ সাইফুজ্জামান,সোহেল রানা মিতুল,আবু রাসেল মিলনমোঃ জায়েদুল ইসলাম ব্রিটল। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,তেল,আলু,লবণ।

চলনবিলের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য নাটোর জেলাএসোসিয়েশন ইউ এস এ ইনকের সভাপতি এডভোকেট কামরুজ্জামান বাবু এবং সাধারণ স¤পাদক মোস্তাক হামিদ হিরোসহ সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহম্মেদ পলক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.