সংঘবদ্ধ গ্যাং গ্রুপের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধিঃ উদ্ধার : ৫৩ টি মোবাইল ফোন, ০৫ টি ট্যাব, ৩০টি মেমোরীকার্ড, ০১ কাটার, ০১ টি সেলাই রেঞ্জ, ০১ টি স্ক্রু ড্রাইভার, ০২ টি কাটা তালা ও ৩০০০ ( তিন) হাজার টাকা।
ঝিনাইদহ পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম গোপন সংবাদের ভিত্তিতে খবর পান মহেশপুর উপজেলার বারমাসি ব্রীজ এলাকার কাকিলা দাড়ির মাঠে সংঘবদ্ধ গ্যাং গ্রুপ বিভিন্ন মালামাল নিজেদের মধ্যে ভাগাভাগি করছে।
গতকাল বুধবার খবর পেয়ে তিনি জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে পাঠান। অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ গ্যাং গ্রুপের ৭ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো:  ১। যাত্রবাড়ির হোসেন আলীর ছেলে কবির, ২। বি.বাড়িয়ার কসবা থানার তিনলাখ পীর গ্রামের কুদ্দুস আলীর ছেলে রনি, ৩। কুমিল্লা জেলার মুরাদ নগর থানার ইসমাইল হোসেনের ছেলে ইব্রাহীম হোসেন, ৪। নরসিংদী জেলার রায়পুরা থানার মক্কিনাগড় জমদ্দাবাড়ি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রুবেল মিয়া, ৫। কুমিল্লা জেলার চান্দিনা থানার নবাবপুর গ্রামের র‌্যাপতি দাসের ছেলে ঝন্টু দাস, ৬। একই জেলার দেবিদার থানার আলমপুর গ্রামের আব্দুর শহীদের ছেলে মোর্শেদ ও ৭। একই উপজেলার গঙ্গা নগর গ্রামের হামিদ আলীর ছেলে রিপন মিয়া।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.