সংক্রমণের নিরিখে প্রতিদিন নতুন রেকর্ড

 
কলকাতা প্রতিনিধি: আনলক ১.০ এসে জীবন ও জীবিকা স্বাভাবিক হতে চেষ্টা করলেও করোনার প্রতিদিন রেকর্ড সংখ্যায় বেড়ে চলেছে ৷ ধীরে ধীরে অফিস খুলেছে, দোকান, মল, রেস্টুরেন্ট সবই খুলে গেছে ৷  বাস ও অনান্য যানবাহনও সচল হয়েছর তার সাথেসাথে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়েছে ৷

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪,৫১৬ জন। এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি। রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজে ভাঙছে।

এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৫ হাজার ০৪৮ জনে। বিশ্ব সংক্রমণের চতুর্থ স্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৭৫ জনের । মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৯৪৮।

তবে আশা একটাই সুস্থও হচ্ছেন অনেকে। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ১৩  হাজার ৮৩১ জন  পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্ত ১৩,০৯০। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫৫। মৃত্যু হয়েছে ১১ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১৯।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.