শ্রম হতে মুক্ত শিশুদের মাঝে স্কুলব্যাগ ও কম্বল বিতরণ

খুলনা ব্যুরো: বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জীবনের জন্য প্রকল্পের আওতায় খুলনা নগরীর রূপসাঘাট এলাকার স্বপ্নবিথী শিশুবান্ধব শিখন ও বিনোদন কেন্দ্রের শ্রম হতে মুক্ত ও সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও কম্বল বিতরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার (২১জানুয়ারী) বিকেলে অনুষ্ঠিত হয়।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে স্কুলব্যাগ ও কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, চেষ্টা থাকলে আর্থিক সীমাবদ্ধতা বাধা হয়ে দাঁড়াবে না। নিজের ইচ্ছা ও আগ্রহ দ্বারা শতপ্রতিবন্ধকতা অতিক্রম করে স্বপ্নের পথে এগিয়ে যেতে হবে। সচেতনতার জাগরণই মানুষকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়।
এসময় জীবনের জন্য প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদুর রহমান, ওয়ার্ল্ড ভিশন খুলনার অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর রামানুজ রায় ও আঞ্চলিক সমন্বয়কারী দেবাশিষ স্নাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোট ৩১৫জন শিশুকে স্কুলব্যাগ ও কম্বল প্রদান করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.