রংপুরে চিকিৎসা অবহেলায় রোজ হাসপাতালে চারদিনের শিশু মৃত্যুর অভিযোগ

রংপুর ব্যুরো: রংপুর মহানগরীর ধাপ জেল সড়কে অবস্থিত রোজ হাসপাতালে চিকিৎসা অবহেলায় চারদিনের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত শিশুর পিতা নগরীর নুরপুর মহাদেবপুরের জাবেদ আলী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, চারদিন আগে ওই হাসপাতালে সিজারের মাধ্যমে আমার স্ত্রীর একটি কন্যা সন্তান হয়। সকালে আমার পুত্রের শরীর ঠান্ডা হয়ে গেলে আমার মা কর্তব্যরত নার্সকে বলি। তখন সেখানে দায়িত্বরত এক ব্যক্তি আমার বাচ্চার শরীর চেক করে বলে কোন সমস্যা নেই। এরপর আমার বাচ্চা কান্নাকাটি শুরু করলে আমার মেয়ে গিয়ে নার্স অরুনাকে ডাকে। এসময় অরুনা মোবাইল ফোনে চেটিং করছিল। বার বার বলার পর অরুনা বলে শিশু ডাক্টার দেখাতে হবে। ৫০০ টাকা লাগবে। তখন আমার মেয়ে নার্সকে বলে ডাক্টার আনেন। টাকা দিবো। তখন নার্স বলে বেলার ১ টার সময় আসবে। এরপর বেলা ১২ টায় আমার কন্যা মারা যায়।

এই অভিভাবকের অভিযোগ, চিকিৎসা অবহেলায় আমার চারদিনের শিশু কন্যার মৃত্যু হয়েছে। আমি জড়িতদের শান্তি চাই।

ঘটনার পরপরই হাসাপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থল ত্যাগ করার কারনে তাদের বক্তব্য পাওয়া যায় নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.