শ্যামনগরে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গ্রামে হামলা-ভাঙচুর

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হিন্দুদের ঘরবাড়ি ও মন্দির ভাঙচুর করেছে স্থানীয় একদল বখাটে। এতে ৫টি বসতবাড়ি ভাঙচুর ও রাস মন্দিরের ৩টি প্রতিমা ভাঙচুর করা হয়। গতকাল মঙ্গলবার রাতে বখাটেদের ওই হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, কদমতলা গ্রামের বখাটে তরুণ পল্লব মন্ডল ফুলতলা গ্রামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করত। এ ঘটনায় গত সোমবার বিকেলে ফুলতলা গ্রামের কয়েকজন তরুণ বিপ্লবকে সতর্ক করেন। এর প্রতিশোধ নিতে গতকাল মঙ্গলবার রাতে ১০-১২টি মোটরসাইকেল ও পিকআপে ৩০-৪০ জন সন্ত্রাসী ফুলতলা গ্রামের বাউলিয়া পরিবারের ৫টি বাড়িতে হামলা চালায়।
ওসি আরও জানান, পরবর্তীতে ওই কিশোরীকে অপহরণ করার চেষ্টা করে সন্ত্রাসীরা। এতে বাধা দিলে যতিন বাউলিয়া, গোবিন্দ বাউলিয়াসহ অন্তত আটজন আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. মুকবুল হোসেন (মুকুল) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.