শ্বশুরের ওপর ক্ষিপ্ত হয়ে বসতঘরে আগুন, যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কাজের তাগিদ দেওয়ায় শ্বশুরের ওপর ক্ষিপ্ত হয়ে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে আলী আক্তার বেচু মিয়া (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যায় চরএলাহী ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার ভোরে ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের নবী মিয়ার বাড়িতে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। আলী আক্তার বেচু মিয়া বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ১নং ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে।
শ্বশুর নুরনবী অভিযোগ করে বলেন, ‘আমি কৃষিকাজ ও অন্যের মুরগি খামারে কাজ করে কোনো রকম সংসার চালাই। বড় মেয়ে নাজমুন নাহারের স্বামী আলী আক্তার বেচু মিয়া দীর্ঘ ২২ দিন ধরে বাড়িতে থাকায় আমি সংসার চালাতে হিমশিম খাচ্ছি। এ কারণে তাকে কাজে যাওয়ার তাগিদ দিই। এতে সে ক্ষিপ্ত হয়ে নিজের বাড়িতে চলে যায়।’

তিনি আরও বলেন, ‘রোববার ভোরে আমি মুরগির খামারে কাজে গেলে এ সুযোগে আমার বসতঘরের চারপাশে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় বেচু মিয়া। এ সময় আমার পুরো বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়। ঘরের পাশে গোয়াল ঘরে থাকা তিনটি গরুও পুড়ে মারা যায়।’
এ ব্যাপারে চরএলাহী ইউনিয়নের ইউপি সদস্য আবদুল জলিল বিটিসি নিউজকে বলেন, ‘আগুনে পুড়ে দরিদ্র কৃষক নুরনবীর বসতঘর পুড়ে যায়। আগুনে তার তিনটি গরুও মারা গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার জামাই এ ঘটনা ঘটিয়েছে বলে এলাকার লোকজনের কাছ থেকে জেনেছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বিটিসি নিউজকে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এরপরই অভিযান চালিয়ে বেচু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.