শেখ হাসিনার নেতৃত্ব ও জনগণের প্রতি তার ভালোবাসার ভূয়সী প্রশংসা করেছেন: রিভা গাঙ্গুলী

ঢাকা প্রতিনিধিআজ বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাযালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী’র সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও জনগণের প্রতি তার ভালোবাসার ভূয়সী প্রশংসা করেছেন । সাক্ষাৎকালে তাঁরা দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও দক্ষতা বৃদ্ধিতে জাতীয় সংসদের কর্মকর্তাদের প্রশিক্ষণসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন।

এসময় স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশের সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নারীর ক্ষমতায়নে অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সরাসরি জনগণের ভোটে নারী জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পথ সুগম করেছেন।

পাসপোর্টে পিতার নামের পাশাপাশি মায়ের নাম অন্তর্ভূক্ত  ও পিতা মাতার ভরণ পোষণ আইন বর্তমান সরকার করেছে। তিনি  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিক গতিশীলতার কারণে শুধু শহরেই নয়, উন্নয়ন হয়েছে গ্রামীণ জনপদেও।

এ বছর বাংলাদেশ থেকে তরুণ সংসদ সদস্য ও রাজনীতিবিদদের এক প্রতিনিধিদল অভিজ্ঞতা বিনিময়ের জন্য ভারতের লোকসভায় যান। ভারতের লোকসভার সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশের জাতীয় সংসদে পাঠানোর অনুরোধ করেন তিনি।

আলোচনাকালে ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে বলেন, পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এ অঞ্চলের সকল দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে। এ সময় তিনি টানা তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিনী চৌধুরীকে অভিনন্দন জানান। পরে তিনি জাতীয় সংসদের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.