শুরু হচ্ছে ডাক্তারির নিট পরীক্ষা

কলকাতা (ভারত) প্রতিনিধি: আগামী ১৭ই এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে ডাক্তারির নিট পরীক্ষা।দেশের ৫৪৩টি শহর ও দেশের বাইরে ১৪টি শহরে এই পরীক্ষা হবে।
গত বছর প্রায় ১৬ লক্ষ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন  এইবার সংখ্যাটি আরও বাড়তে পারে।
এবারের পরীক্ষায় পরীক্ষার্থীরা কুড়ি মিনিট বেশী সময় পাবেন।
প্রশ্নপত্রের সংখ্যা বেশী হওয়ায় এই দাবি উঠেছিল। কর্তৃপক্ষ শেষ পর্যন্ত দাবি মেনে নিয়ে অতিরিক্ত কুড়ি মিনিট অর্থাত মোট ৩ঘনটা ২০মিনিট সময় পাবেন। এই বছর থেকেই পরীক্ষার্থীদের  বয়সের কোনও সীমা থাকছে না।
অর্থাত পরীক্ষার্থীরা একাধিকবার পরীক্ষায় বসতে পারবে।প্রশ্নপত্রের পূর্ণমাণ আগের মতই ৭২০ থাকছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.