শুভ জন্মাষ্টমী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
বৃহস্পতিবার সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু কল্যান ট্রাষ্ট চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাস, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ চাঁপাইনবাবগঞ্জের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ কুমার রায়, চাঁপাইনবাবগঞ্জ পুজা উদযাপন পরিষদের সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি।
হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’র সহকারী প্রকল্প পরিচালক মিলন কুমার দাস এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গৌরি চন্দ সিতু, ভবেশ চন্দ্রসহ অন্যরা। সভায় আরডিসি মো. আনিসুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন, জেলার বিভিন্নস্থানের হিন্দু ধর্মাবলম্বীসহ আদিবাসী ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’র শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সনাতন ধর্মাবলম্বী, আদিবাসীদের শ্মশানসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যাগুলো সমাধানের দাবি জানান বক্তারা। শেষে মন্দির সংস্কারের জন্য প্রতিটি মন্দিরকে ১০ হাজার টাকা করে জেলার ১৩টি মন্দিরকে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.