শুদ্ধাচার পুরষ্কার পেলেন গুরুদাসপুরের ইউএনও তমাল হোসেন

নাটোর প্রতিনিধি: নাটোরে জেলার গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন পেশাগত দক্ষতাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসাবে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০ পেয়েছেন।

আজ মঙ্গলবার সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সীমিত আয়োজনে এ পুরস্কার প্রদান করা হয়। নাটোর জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ ওই পুরষ্কার ইউএনও তমাল হোসেনের হাতে তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন বলেন, প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। আমার ভবিষ্যত কর্মময় জীবনে এ পুরস্কার পথ নির্দেশক হিসেবে কাজ করবে। যেসব সূচক বিবেচনায় প্রশাসন আমাকে এ পুরস্কার দিয়েছেন, ভবিষ্যতে এর প্রতিটি বিষয়ে শুদ্ধাচার চর্চায় মনোনিবেশ করব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.