শুক্রবার ৮৮০ রুশ সেনাকে হত্যার দাবি ইউক্রেনের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তাদের বাহিনীর হাতে গতকাল শুক্রবার অন্তত ৮৮০ জন রুশ সেনা নিহত হয়েছে। আজ শনিবার গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ দাবি করেছে, এই নিয়ে যুদ্ধ শুরু পর থেকে রাশিয়ার নিহত সেনার সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৪ হাজার। এছাড়া রাশিয়ার আরও পাঁচটি ট্যাংক, সাতটি সাঁজোয়া যান এবং আটটি আর্টিলারি ব্যবস্থা অক্ষম করে দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩৮৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
এদিকে গতকাল শুক্রবার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সংস্থাটি পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে চলমান আগ্রাসনে যুদ্ধাপরাধের অভিযোগ আনে।
এই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনের বিরুদ্ধে আনা গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছেন। বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট পুতিন স্পষ্টতই তা করেছেন (যুদ্ধাপরাধ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.