শিরোপা স্বপ্নে হোঁচট খেল লিভারপুল

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ‘মার্সিসাইড ডার্বি’তে জিতলে লিভারপুলের সামনে সুযোগ ছিল শীর্ষে থাকা আর্সেনালকে ছুঁয়ে ফেলার। কিন্তু এভারটনের কাছে ২-০ গোলে হেরে শিরোপা রেস থেকে পিছিয়ে পড়ল লিভারপুল। অন্যদিকে প্রায় ১৪ বছর পর ‘মার্সিসাইড ডার্বি’তে জয়ের স্বাদ পেল এভারটন। এতে অলরেডদের শিরোপা স্বপ্ন অনেকটা ফিকে হয়ে গেল।
বুধবার (২৪ এপ্রিল) রাতে ঘরের মাঠ গুডিসন পার্ক স্টেডিয়ামে লিভারপুলকে আতিথ্য দেয় এভারটন। আক্রমণ-পাল্টা আক্রমণে এভারটনই বাজিমাত করে। ম্যাচের ২৯তম মিনিটেই জেরার্ড ব্রান্থওয়েটের গোলে লিড নেয় স্বাগতিকরা।
গোল শোধে মরিয়া চেষ্টা চালালেও ম্যাচে ফিরতে ব্যর্থ হয় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ম্যাচের ৪৪তম মিনিটে সমতায় ফেরার সহজ সুযোগ হাতছাড়া করেন লুইস দিয়াস। শেষ পর্যন্ত ১-০ গোলে ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধের অল্প সময়ের মধ্যে দ্বিতীয় গোলের দেখা পায় স্বাগতিকেরা। ম্যাচের ৫৮তম মিনিটে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক কালভার্ট লেউইন।
জোড়া গোল হজমের পর আর ম্যাচে ফেরা হয়নি লিভারপুলের। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে পরাজয় মানতে হয় অল রেডদের।
ফলে ৩৪ ম্যাচ শেষে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকতে হচ্ছে লিভারপুলকে। যেখানে সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। অন্যদিকে ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.