শিবগঞ্জে শিশু বিয়ে প্রতিরোধে ইউ-রিপোর্ট বিষয়ক কর্মশালা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: জেলার শিবগঞ্জে শিশুবিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীদের ইউ রিপোর্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী শিশু বিবাহ বন্ধে এই কর্মশালা ইউনিসেফ এর অর্থায়নে এবং এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর বাস্তবায়নে আয়োজন করা হয়।
সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন এসিডির উপজেলা সমন্বয়কারী হুমায়ুন কবির এবং প্রগ্রাম অফিসার এনামুল হক।
অতিথি হিসেবে ছিলেন প্রভাষক নুরতাজ আলম। আলোচনা সভায় ইউ রিপোর্ট এর প্রেক্ষাপট, ভূমিকা, শিশু বিবাহ, যৌন শোষণ ও নির্যাতন, শিশু বিবাহের কারণ, কুফল ও শাস্তি, বাল্যবিবাহ নিরোধ আই-২০১৭ সম্পর্কে ও কি তোর কিশোরীদের শিশু বিবাহ প্রতিরোধে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে বাস্তব সম্মত কর্মপরিকল্পনা তৈরী সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
অংশগ্রহণকারী কিশোর কিশোরীরা শিশুবিবাহ বন্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।
উক্ত কর্মশালায় শ্যামপুর, বিনোদপুর, মনাকষা ও দুর্লভপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কিশোর কিশোরী ফোরামের সদস্যবৃন্দ অংশ নেয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.